ডেস্ক নিউজ :
গতকাল ৬ফেব্রুয়ারী বিকেল আনুমানিক ৩.৪৫মিনিটের সময় বন্দর থানাধীন ২নং মাইলের মাথা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতঃ ১। মোঃ শাহ আলম হোসেন (২৭), পিতা-মোঃ তাজুল ইসলাম মাতা-শাহেনা আরা বেগম, সাং-ভাগ্যপাড়া, ০২নং ওয়ার্ড, তবলছড়ি ইউপি, পোঃ তবলছড়ি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি বর্তমানে-মোল্লার বাড়ী, কবির জমিদারের পাশে ৪র্থ তলা বিল্ডিং, ২য় তলা, ৩৯ নং ওয়ার্ড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম ২। আঃ রহমান @ রুমান (২১), পিতা-রফিকুল ইসলাম, মাতা-জাহানারা বেগম, সাং-নোয়াপাড়া, মোজাফ্ফর মৈশানের বাড়ী, ৬ নং ওয়ার্ড, ইউপি ও ডাকঘর-তাইন্দং, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি ৩। মোঃ মেহেদী হাসান (৩৭), পিতা-মোঃ আব্দুল বারী @ বারেক রাইটার, মাতা-মোসাঃ অজুফা মৈশান, সাং-নোয়াপাড়া, বারেক বিডিয়ারের বাড়ী, ৬ নং ওয়ার্ড, তাইন্দং ইউপি, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy