ডেস্ক নিউজ : বিনোদন
“বৃষ্টি ভেজা ভোর” শিরোনামে আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন ও ফারহানা তৃনার কন্ঠে দ্বৈত আবৃত্তি প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।জাভেদ হোসেন ও ফারহানা তৃনা আবৃত্তি অঙ্গনের দুই পরিচিত মুখ । জাভেদ হোসেন দীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশের অন্যতম আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সদস্য ও নিয়মিত আবৃত্তি নিয়ে কাজ করছেন এবং তিনি বোধন আবৃত্তি স্কুলের নিয়মিত প্রশিক্ষক ।এছাড়াও তিনি চট্টগ্রামে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসাবে রয়েছেন ।ফারহানা তৃনা আবৃত্তি নিয়ে ইতোমধ্যে বেশ কিছু কাজ করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে।এছাড়া তিনি জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশন ও বাংলাদেশ বেতারে নিয়মিত সংবাদ উপস্থাপক হিসাবে কাজ করছেন । এবার শিল্পীদ্বয় জনপ্রিয় ৬টি কবিতার দ্বৈত আবৃত্তি নিয়ে আসছেন । যার মধ্যে রয়েছে জয় গোস্বামী,পূর্ণেন্দু পত্রী,সুভাষ মুখোপাধ্যায় ও মীর বরকতের কবিতা। কবিতার আবহ সংগীতে ভারতের সুপরিচিত শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়, ভিডিও সম্পাদনায় আবৃত্তিশিল্পী সারওয়ার নাঈম ও অডিও সম্পাদনায় KS digital স্টুডিও।আবৃত্তি আয়োজনে সার্বিক সহোযোগিতায় যশোদা হাসপাতাল (হায়দ্রাবাদ-ভারত) তথ্য কেন্দ্র,চট্টগ্রাম এবং রোটারি ক্লাব অফ চট্টগ্রাম সিটি । জাভেদ হোসেন ও ফারহানা তৃনা নামে ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আবৃত্তিগুলো শোনা যাবে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy