নবান্নে অাজ জাগল পাড়া
নাদিরা খানম :
তুন ধানে ভরল উঠোন
জুটল হাজার কাক
নবান্নেরি বাজনা বাজে
তাকডুমাডুম তাক।
খশবু ছোটে নতুন চালের
মা ভাজছে খই--
ঢকর ঢকর ঢেঁকির অাওয়াজ
বটতলা হইচই।
কবিগানের অাসর বসে
বাউল ধরে গান--
অাতার গাছে কুটুম পাখি
ডেকেই পেরেশান।
খেজুর রসের মিষ্টি পায়েশ
গরম পিঠার স্বাদ--
মায়ের কাছে খোকাখুকুর
ধরে না অাহ্লাদ।
হেমন্তে অাজ খুশির জোয়ার
ছড়ায় পাড়াময়;
এমন দিনে সবাই অাপন
কেউ কারো পর নয়।
চাষির বাড়ি হাসির ছটা
কুমোর ঘোরায় চাক--
সাজনাতলায় বাজনা বাজে
তাকডুমাডুম তাক।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy