র্যাব-৭ এর পৃথক অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এবং বায়েজিদ বোস্তামী এলাকায় আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ বোতল ফেন্সিডিল এবং ০২ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক; মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ।
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। ১৩ ও ১৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে র্যাব-৭ এর পৃথক ০২টি অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এবং বায়েজিদ বোস্তামী এলাকা হতে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যের ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ বোতল ফেন্সিডিল এবং ০২ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
৩। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ আনুমানিক ১৮১৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী রতন দেবনাথ প্রকাশ সুমন(৩২), পিতা- বজেন্দ্রলাল নাথ, সাং- ধামাইর হাট, থানা-রাঙ্গুনিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- দক্ষিণ কাট্টলী, থানা-পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেন্সিডিল, ০২ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৯০ হাজার টাকা।
৪। র্যাব-৭, চট্টগ্রাম এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ০৩১০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএসআরএম ষ্টীলমিলের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব-৭। এসময় চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সংকেত দিলে প্রাইভেটকারটি র্যাবের চেকপোস্টের সামনে থামায়। প্রাইভেটকার থেকে নেমে দুইজন ব্যক্তি সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ আলম (৪০), পিতা- মোঃ কবির আহম্মেদ, সাং- ফতেপুর, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম এবং ২। রবিন চাকমা (৪৩), পিতা- মৃত শরৎ কুমার চাকমা, সাং- বাল্লুকিয়া, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙ্গামাটি, বর্তমানে- টাইগার রোড, থানা- বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম মহানগরীদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে প্রাইভেটকারের ড্রাইভিং সিটের পিছনে একটি বস্তা তল্লাশি করে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ১০ হাজার টাকা।
৫। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
৬। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy