মানব সময় ডেস্ক নিউজ :
১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন হাশিমপুর এলাকায় গত ৩০ শে আগস্ট ২০২১ ইং তারিখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গুলিবর্ষন ও নাশকতার সৃষ্টি করে কতিপয় দুষ্কৃতকারী। উক্ত ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের হয়; যার মামলা নং- ০২/২১০, তারিখ- ০২ সেপ্টেম্বর ২০২১ইং, ধারা-১৮৬০ সনের পেনাল কোড আইনের ১৫৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৩৮৫/ ৪২৭/ ৫০৬/ ৩৪ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮(সংশোধন-২০০২) এর ৩ ধারা। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, উক্ত ঘটনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ ০০১০ ঘটিকায় ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকা থেকে উক্ত মামলার ১নং এজহারনামীয় আসামী গিয়াস উদ্দিন @সুজন (৪১), পিতা- আবদুল মোনাফ, সাং- হাশিমপুর, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে একই তারিখ ০৫০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন লালখান বাজারস্থ মতিঝর্ণা এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী আকা মাঈনউদ্দিন সাঞ্জু (৩৯), পিতা- মৃত আকা খলিলুর রহমান, সাং- দামুডা, জেলা-শরীয়তপুর, বর্তমানে- খাজা রোড, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগরীকে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি বিদেশী রিভলবার ও ১৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
৪। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত নাশকতা ও গুলিবর্ষনের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেন এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধ বলে জানান।
৫। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy