ডেস্ক নিউজ :
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণে বিশ্ব প্রতিনিয়ত উষ্ণ হয়ে উঠছে। বায়ুমন্ডলের ওজোন স্তরে ফাটলের সৃষ্টি হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে এন্টার্কটিকা মহাদেশের বরফ গলতে শুরু করেছে, আবার অন্যদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। পৃথিবীর উপকূলীয় অঞ্চল সমুহ জলাবদ্ধতার গ্রাসে পড়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন উপকূলীয় দেশ সমুদ্রগর্ভে বিলীন হওয়ার শংকা সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের মোট ভূমির ২০ শতাংশ এলাকাকে সবুজায়নের আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবুজ বিপ্লব আন্দোলন বাস্তবায়ন করে যাচ্ছে। এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে সরকারের সহায়ক হয়ে বিভিন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠনও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ ৩১ আগষ্ট দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য হাঙ্গার পিপল’র উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy