ডেস্ক নিউজ :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) তিন থানার ওসিসহ ১০ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। ২৪আগস্ট, মঙ্গলবার দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর আদেশে এ রদবদল করা হয়।
সিএমপি সূত্রে জানা যায়,ডিবির (উত্তর) মো. মঈনুর রহমান চৌধুরীকে চান্দগাঁও থানায় পদায়ন করে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় বদলি করা হয়ছে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।
এছাড়াও সিএমপির বিভিন্ন পদে আরও ১০ জন পরিদর্শককে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। সিএমপির প্রশাসন বিভাগের অংসা থোয়াই মারমাকে প্রসিকিউশন বিভাগে। আ ন ম গোলাম কিবরিয়াকে সিটি এসবি থেকে প্রসিকিউশন বিভাগে রদবদল করা হয়েছে।
আকবর শাহ থানার (তদন্ত) আমিনুল হককে ডিসি পশ্চিম বিভাগের (অপরাধ শাখায়), সিএমপিতে আসা ফজলুল কাদের পাটোয়ারীকে সিটি এসবিতে, আতিকুর রহমানকে প্রসিকিউশনে, এম সাকের আহমদকে আকবর শাহ থানার (তদন্ত), নুরুল বাশারকে ইপিজেড থানার (তদন্ত) পদে, সৈয়দ মঈনুল হোসেনকে সিটি এসবিতে, নাজিম উদ্দীন মজুমদার ডিবিতে (উত্তর) ও কামাল উদ্দীনকে পাঁচলাইশ থানার তদন্ত পদে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য যে, এর২/৩ আগে ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া ও ডবল মুরিংমডেল থানার ওসি মোঃমহসীন কে ডিএমপি সদরদপ্তরে বদলী করা হয় বলে সিএমপি দপ্তর সূত্রে জানা গেছে।
তারো আগে পতেঙ্গা, বন্দর-হালিশহর,কোতোয়ালী,চান্দগাঁও,জেলার পুলিশের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা ওবাশঁখালী থানার ওসি কে সিএমপি হেড কোয়াটার ও রেজ্ঞ পুলিশ দপ্তরে বদলী করা হয়।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy