ডেস্ক নিউজ :
ভোলা-৩ আসনের সাংসদ দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করতেই তারেকের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। তাই ২১ আগষ্টের মুল পরিকল্পনাকারী তারেক জিয়াকে দেশে এনে সাজা কার্যকর করতে হবে। জামায়াত বিএনপির মদদে ওই সময় বাংলাদেশ একটি জঙ্গীবাদী রাষ্ট্রে পরিনত হয়। শনিবার (২১আগস্ট) সকাল ১১ টায় তজুমদ্দিন আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নেতা কর্মিদের স্মরনে ও খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে আলোচনা সভায় এসব কথা বলে তিনি।তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন,২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি মিছিলে নারকীয় গ্রেনেড হামলা চালায়। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড শান্তি মিছিলে ব্যবহার পৃথিবীর ইতিহাসে একটি ঘৃণিত কাজ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে বর্বরোচিত এ হত্যাকাণ্ড চালানো হয়। সে দিন আওয়ামী লীগের প্রায় ২৪ জন নেতা-কর্মী নিহত এবং অসংখ্য নেতা-কর্মী আহত হয়। তারা বাংলাদেশকে পাকিস্তানী ভাবধারায় তাবেদারি রাষ্ট্রে পরিণত করার জন্যই এমন নারকীয় হামলা চালিয়েছিল।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব মাষ্টার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যা কিরন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্চাসেবক লীগের সভাপতি ইস্তিয়াক হাসান, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ শিবলী প্রমুখ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy