বাহার,চট্টগ্রাম :
বাংলাদেশে প্রথমবারের মতো আজ চালু হলো "বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা" কর্মসূচি! চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সারবিক সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ২ নং গেটে অবস্থিত বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদবোধন করেছেন সিটি মেয়র জনাব ডা: শাহাদাত হোসেন।
এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিকভাবে তাদের কুড়ানো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পাবেন। এই সেবার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ, ল্যাব টেস্ট সুবিধা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য রিসাক্লেবল বর্জ্যেও বিনিময় করা যাবে।
সরেজমিনে দেখা গেছে আজ সিটি মেয়র নিজেই পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে বেশ কিছু রোগীকে সরাসরি নিজ হাতে চিকিৎসা সেবা দিয়েছেন। যেহেতু তিনি নিজেই একজন ডাক্তার। এবং তিনি মাঝে মাঝেই এই হাসপাতালে স্বেচ্ছাশ্রম দিতে আসবেন বলে জানালেন।
সিটি মেয়র তার বক্তব্যে বলেন "বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে তাদের ইনোভেটিব আইডিয়ার মাধ্যমে সিটি কর্পোরেশন কে বরজ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করে যাচ্ছে। এবং আজকের এই করমসূচীর মাধ্যমে এই সহযোগিতা আরো এক ধাপ এগিয়ে গেলো। আজকের এই ইনোভেশন বাংলাদেশের বরজ্য ব্যবস্থাপনায় একটি রোল মডেল হিসেবে থাকবে। তিনি এই করমসূচীর সারবিক সাফল্য কামনা করেন"
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন বলেন "অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে পরিবেশ দূষনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। একই সময়ে এই প্রান্তিক জনগোষ্ঠী তাদের মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই দুইটা সমস্যাকে একটা কনসেপ্টের মাধ্যমে সমাধান করার চিন্তা থেকে " প্লাস্টিক কেয়ার" প্রজেক্টের যাত্রা। এর ফলে একদিকে পরিবেশ দূষণ যেমন কমবে তেমনি প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবেন এবং মানুষের মধ্যে পরিবেশ দূষনের বিরুদ্ধে সচেতনতা ও দৃষ্টিভংগীর পরিবর্তন ঘটবে। এটি স্থায়ীভাবে চালু থাকবে"।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো: জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা: মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা: নিউটন ঘোষ, মেয়রে একান্ত সচিব জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy