ইসরাফিল নাঈম, চরফ্যাশন প্রতিনিধি :
ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার শশীভূষণে অবস্থিত রসুলপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। এসময় কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি ও চরফ্যাশন কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী মহল ফুলেল সংবর্ধনা জানিয়ে বরণ করে নেয়।
পরিচিতি ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়েদুল হক সেলিম অনুষ্ঠানের সভাপতিত্ব করে তার বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবীদাওয়া পেশ করেন। পরে এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বিদ্যালয়টি পরিদর্শন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে অতি দ্রুত বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। এসয়ম শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের পক্ষে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অ্যাডভোকেট হযরত আলী হিরণ আরো বলেন, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পাঠদানে গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে এম আবুল খায়ের, উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, শশীভূষণ থানার অফিসার ইনর্চাজ তারিক হাসান রাসেল প্রমুখ।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy