সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বন্দর-ইপিজেড পতেঙ্গার জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে এক মতবিনিময় সভা রোববার (৬ জুলাই)সকাল ১০ টায় নগরীর লিলি কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যাংকার মোঃ নিজাম উদ্দিন শাহ মামুনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সূচনা হয়েছে ।সমাজ সেবক- ব্যবসায়ী মোঃ আমিন স্ওদাগরের সভাপতিত্বে ও আয়োজন উদ্যোক্তা সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ নিরাসন ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর । তিনি বলেন,
নির্মাণ কাজের কারণ সৃষ্ট গর্তের কারণে গাড়ি স্বাভাবিক ভাবে চলতে পারে না। যানজটের অন্যতম একটা কারণ উল্টাপথে গাড়ি চলচলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা পরিবর্তন এবং পুলিশ প্রশাসন কে সড়ক দুর্ঘটনায় আইনী ব্যবস্থার জোরদার করা ,সড়কের পাশে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিকল্প সড়ক গুলো দ্রুত চালুর উদ্যোগ নেয়া। এছাড়াও এতে এই সমস্যা গুলো্র ব্যাপারে বন্দর, সিডিএ, জেলা প্রশাসক, চসিক মেয়র সহ উচ্চ প্রশাসন কে লিখিত ব্যবস্থার দাবি জানান।
সভায় বিসিবির পরিচালক ও আঞ্জুমান ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মনজুরুল আলম মঞ্জু বলেন, আমরা আর জনদুর্ভোগ দেখতে চাই না,এর জন্য যা যা করা দরকার তা অত্র এলাকাবাসী কে সাথে নিয়ে সম্মিলিত ভাবে করলে এবং
বানৌজা নিউ মুরিং সংযোগ সড়ক গুলো দ্রুত চালু, সিমেন্ট ক্রসিং দিয়ে বন্দর হয়ে গাড়ি যেতে দিলে যানজট কমবে।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলার সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ নূরুল আলম, ইপিজেড থানা সিটিজেন ফোরামের সভাপতি রোকন উদ্দিন মাহমুদ খলিল,সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল, শিক্ষাবিদ মোঃ জহিরুল ইসলাম জহির, সাবেক ছাত্রনেতা মোঃ ইউসুফ রেজা মিন্টু, ব্যবসায়ী মোঃ ইন্তেখাব আলম কাবু, সমাজ সেবক হাজী মোঃ শাহিন, হাজী নজির আহমদ কোম্পানি, মোঃ তাজ উদ্দিন ডাঃ মোঃ হাবিব, নূর উদ্দিন মুন্না, সংগঠক মোঃ জাহিদ, হাজী নাহিদুল ইসলাম নাহিদ, শহিদুল ইসলাম, এডভোকেট মোঃ শাহেদ, মোঃ বাহাদুর হোসেন,সিরাজ উদ্দিন, আব্দুল মান্নান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে বন্দর-ইপিজেড পতেঙ্গায় টলি গাড়ি ট্রাক এবং কভার ভ্যান রাত দশটার পর থেকে চলাচল , যত্রতত্র বাসযাত্রীদের উঠানামা বন্ধ, বাস দাঁড়িয়ে রেখে জনগণের দুর্ভোগ বেশি হয়। ফুটপাতে অবৈধ ব্যবসায়ীদের ভাসমান দোকান উচ্ছেদ এবং নির্দিষ্ট গাড়ি পার্কিং স্থাপন সহ সকল সংযোগ সড়ক গুলো দ্রুত চালুর দাবি করেন উপস্থিত জনতা।
এছাড়াও এলাকার জনদুর্ভোগ লাঘবে ড্রেন নালা ও খালের পানি দ্রুত নিস্কাশনের জন্য সিটি কর্পোরেশনের মেয়র , দায়িত্বশীল ব্যক্তিবর্গ কে সহায়তা এবং অবৈধ গাড়ি পার্কিং ও বাজার বসিয়ে চাঁদাবাজির অভিযোগে জনদুর্ভোগ সৃষ্টি কারীদের কঠিন ভাবে প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
আগামী ২৪ জুলাই বিশাল মানববন্ধনের মাধ্যমে বন্দর সিডিএ জেলা প্রশাসক, চসিক মেয়র, পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষণা করেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy