শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে অগ্রণী ভুমিকা পালন করে
---- বললেন জাহিদুল করিম কচি
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় পরিবার থেকে আর তা শেষ হয় কোনো ডিগ্রি বা বড় ধরনের শিক্ষা দিয়ে। কিন্তু প্রকৃত শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গ্রহণ করে মানুষ।
তিনি বলেন,আমৃত্যু শেখার বাসনা নিয়ে যাদের জন্ম তাদের কাছে জীবনের প্রতিটি পাঠই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রাতিষ্ঠানিক নয়, জীবন যাপনের প্রতিটি পর্যায়ে আমরা সমাজের বিভিন্ন উপাদান থেকে যে পাঠ গ্রহণ করি, যেসকল অভিজ্ঞতা সঞ্চয় করি, তারও নাম শিক্ষা।
তিনি বলেন, শিক্ষকতা শুধু কোনো পেশা নয়, এটি একটি ব্রত। একটি জাতিকে, একটি সমাজকে প্রগতির দিকে, উন্নতির দিকে অগ্রসর করার ব্রত। যোগ্য শিক্ষক ও শিক্ষার্থীরা পারেন বর্তমান আলোকিত সমাজের রূপান্তর ঘটাতে। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে অগ্রণী ভুমিকা পালন করেন।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই -বিপ্লব হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) চট্টগ্রাম অঞ্চল এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর আহবায়ক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। সদস্য সচিব মোহাম্মদ ফজলুর রহমানের পরিচালনায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলী।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোঁয়ালখালী গোমদন্ডী উচ্চ বিদ্যালয় এর সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী, দৈনিক বিজিনিস বাংলাদেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা জাসাসের আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বাকি বিল্লাহ।
বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক কাজী মোহাম্মদ আবু বকর চৌধুরী, সদস্য মুহাম্মদ অলি উল্লাহ, আবু তাহের, মো: আরিফ জামসেদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাবেক মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিসেস জান্নাতুল ফেরদৌস রক্সি, সাবেক সহ শিক্ষা সম্পাদক এম নুরুল আমিন, সদস্য সোহাগ জোমাদ্দার, রুমা খানম, আবুল কাশেম, শিক্ষার্থী পায়রা মনি প্রমুখ।।
প্রধান বক্তা মিয়া মোহাম্মদ আরিফ বলেন,‘শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করবেন শিক্ষকের মন-মানস দিয়ে। আর এ কাজটি যিনি নিজ দায়িত্বে করবেন আদর্শ শিক্ষকরাই । শিক্ষার্থীর প্রতিভা জাগ্রত করার এ মহান কাজটি শুধু তিনিই করতে পারেন, যিনি শিল্পী। শিল্পীর মন ও মানস না থাকলে কখনো এ কাজটি করা সম্ভব নয়।
উদ্ভোধক হাসান মুকুল বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। সুন্দর পরিবেশ, নিরাপত্তা, অভাবহীনতা, নিরপেক্ষতা, সবকিছুই সঠিক ব্যবস্থার মাধ্যমে একটি নবজাতকের জন্যে নিরাপদ পরিবেশ সৃষ্টি করে তাকে সুশিক্ষা বিকাশের সুযোগ করে দেওয়া তদস্থানীয় অভিভাবক ও শিক্ষকের দায়িত্ব-কর্তব্য। কিন্ডারগার্টেন স্কুল শিশুর জ্ঞান অর্জন ও বিকাশের স্থান। আর একটি দেশের সব চেয়ে বড় সম্পদ হচ্ছে নতুন প্রজন্মের মেধা।
বিশেষ অতিথি লায়ন সালাউদ্দীন আলী বলেন,শিশুরা হচ্ছে স্বভাবগতভাবে অনুকরণ প্রিয়। সে তার চারপাশের পরিবেশ থেকে যা দেখে, পরিবার থেকে যা শেখে তাই সে করে। এই শিশুদের কাছে জাতির অনেক প্রত্যাশা। আগামীর দেশ ও জাতির নেতৃত্ব্য দিবে তারাই, তাই তাদেরকে সে লক্ষ্য অর্জনে যোগ্য করে তোলা না যায় তবে দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার। তাদের মাঝে দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়পরায়ণতার শিক্ষার বীজ যথাযথভাবে বপন করতে হবে।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy