মানব সময় ডেস্ক :
বাঁশখালীতে সাধনপুর দুয়ারীপাড়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও ঈদ পুনর্মিলনী গত মঙ্গলবার ১০ জুন স্থানীয় পাহাড়িকা মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা ছাত্রদলের সংগঠক মোহাম্মদ মাহফুজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবী মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক জনাব নুরুল আলম৷
কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাঁশখালীর কৃতীসন্তান মোহাম্মদ সাদত হোসেনের সভাপতিত্বে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য শওকত হোসেন সৈকত, বিশেষ অতিথি ছিলেন পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি ডাক্তার মামুনুল ইসলাম চৌধুরী ও সাধনপুর ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সাইফুল,মো: তৌহিদ, মো: রাসেল চৌধুরী,আব্দুল হক মেম্বার, মো: ইউসুফ, মো: আবুল কালাম আজাদ, মো: আবু তাহের,মো: তারেক আজিজ, মো: আলমগীর চৌধুরী, মো: আব্বাস উদ্দিন, মো : রোমান উদ্দিন, মো: আতিক, আব্দুর রশিদ, মো : সোহেল,মো: আব্দুল আলিম,আবুল হাসেম,মো: আনিস,মো: আমিন,বাবু নিউটন, মো: জিহাজুল ইসলাম জিয়া, মো: ইমন চৌধুরী, মো ইকবাল হোসেন সহ অন্যান্য বি এন পি পরিবারের নেতৃবৃন্দ। ।ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুয়ারীপাড়া লায়ন স্টার বনাম দুয়ারীপাড়া কিংস স্টার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শেষ পর্যন্ত ০-১ গোলে বিজয়ী হয় দুয়ারীপাড়া কিংস স্টার দল।অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বলেন, বর্তমান সময়ে যখন আমাদের যুবসমাজ নানা প্রকার বিপথগামীতার সম্মুখীন, তখন এমন একটি ক্রীড়া আয়োজন নিঃসন্দেহে এক ইতিবাচক উদ্যোগ। ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, দলবদ্ধতা এবং সহনশীলতার শিক্ষা দেয়। খেলাধুলা আমাদের দেহকে যেমন সুস্থ রাখে, তেমনি মনকে রাখে প্রশান্ত এবং আত্মবিশ্বাসী।বক্তারা আরও বলেন- ‘আশা করি ভবিষ্যতেও তারা আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করবে এবং এলাকার যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলবে। সর্বশেষ সভাপতির বক্তত্যব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy