মোহাম্মদ হায়দার আলী (এম.এ),নিজস্ব প্রতিবেদক:
আত্ম সমালোচনা নিজের আত্মাকে সংশোধন ও পরিশুদ্ধ করে- চট্টগ্রামে মহাত্মা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন একথা বলেন। গত ৭ চৈত্র ১৪৩১ বাংলা, ২০ রামাদ্বান ১৪৪৬ হিজরী,২১ শে মার্চ ২৫ ইং শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের (৮ম তলা) জুলাই বিপ্লব স্মৃতি হল রুমে ২২তম মহাত্মা সম্মেলন (মহাত্মাগণের আত্মার আত্ম সংলাপ) অনুষ্ঠিত হয়। মহান নবী দিবস, ওরছে আকবর, ওরছে হায়াতী, মহাত্মা সম্মেলন এর উদ্যোক্তা ও আয়োজক ও রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড'র প্রবর্তক,সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ) এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সমাজ সেবক ডা: শাহাদাত হোসেন।
'মহাত্মা সম্মেলন উদযাপন পরিষদ ২৫' এর ব্যবস্থাপনায়, শাহাজাদা সাইফুল আলম নাইডুর
সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র বলেন, মানুষের মন্দ স্বভাবগুলোর অন্যতম হলো অন্যের
সমালোচনা করা। কে কোথায় কী করল,সেই চিন্তায় ব্যতিব্যস্ত থেকে অনেকে দিনের একটি বড় অংশ ব্যয় করে। অথচ অন্যের সমালোচনা গর্হিত কাজ। তাই নিজে নিজের সমালোচনা করতে হবে। তবেই সে নিজের আত্মাকে সংশোধন ও পরিশুদ্ধ করে মহাত্মা হতে পারবেন। প্রিয় নবী হযরত মোহাম্মদম(দ.)' র আদর্শের আলোকে সমাজে সৌভ্রাতৃত্ব ও সার্বজনীন সম্প্রীতি বৃদ্ধি এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মহাত্মাগণের আত্মার আত্ম-সংলাপ বিষয়ক অনুষ্ঠান ২২ তম “মহাত্মা সম্মেলনে ১৩ তম “রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড” প্রদান করা হয়। বাদে জুমা হতে আলোচনা সভার পরবর্তীতে গুনীজন গন সিটি মেয়র এর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
এবার ১০ জন কে ১৩ তম রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড প্রদান করা হয়েছে। শিক্ষাবিদ হিসেবে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী,সমাজসেবায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, চিকিৎসায় বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞ ডা. মো.নাজমুল হাসনাইন নওশাদ, ছুফি সাধনায় বরিশাল চিশতিয়া দরবার শরীফের পরিচালক
হযরত শাহসুফি সাইদ শাঁই চিশতি, লেখক ও গবেষণায় শামসুল আরেফীন,আলেমে তরিকতে কুমিল্লা মজলিসে বেলায়ত শরীফের পীর মাওলানা সোহরাব হোসাইন আতিকী, ছুফি শিল্পী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ আলী হায়দার, ছুফি গীতিকার ও সুরকার হিসেবে মোহাম্মদ বাদশাহ আলম ও প্রযুক্তিবিদ হিসেবে ইনোভার্সেল আইটি ফার্মের আবু বক্কর সিদ্দিককে রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড প্রদান করা হয়। এতে চট্টগ্রাম দরবার শরীফের আওলাদে পাকগন, রাহে ভান্ডার আশেকানে পরিষদ, রাহে ভান্ডার ওলামা পরিষদ, রাহে ভান্ডার তরুন আশেকানে পরিষদ,ছুফি শিল্পী পরিষদের সদস্যরা সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সাংবাদিক ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy