মাইন উদ্দিন হাসান,চট্টগ্রাম :
খ্যাতমান ব্যক্তিত্ব পীরে কামেল আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বশর হক্কানী (রহ.) প্রতিষ্ঠিত “আশেকানে আউলিয়া দরবার শরীফ”-এর উদ্যোগে আয়োজিত ১২ দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) মাহফিল একটি অতীব তাৎপর্যপূর্ণ ও বরকতময় কর্মসূচি। এই মাহফিলের তাৎপর্য কয়েকটি দিক থেকে বিশেষভাবে বিবেচ্য:
১. নবী প্রেম ও ইসলামী সংস্কৃতির চর্চা:
এই মাহফিলে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র, শিক্ষা ও দাওয়াতের আলোচনা হয়। এতে নবীর প্রতি ভালোবাসা বাড়ে এবং মুসলমানদের জীবনে নববী আদর্শ বাস্তবায়নের প্রেরণা সৃষ্টি হয়।
২. ইসলামী ঐক্য ও ভ্রাতৃত্বের উন্নয়ন:
১২ দিনব্যাপী মাহফিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম, বুজুর্গ, তালিবে ইলম ও আশেকে রাসূলদের একত্রিত করে ইসলামী ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।
৩. শিক্ষা ও দাওয়াহ বিস্তার:
এই মাহফিলের মাধ্যমে আশেকানে আউলিয়া দরবার শরীফ তাদের শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটায়। আল্লামা খায়রুল বশর হক্কানী (রহ.)-এর শিক্ষা-ভাবনার ধারাবাহিকতা রক্ষা পায়।
৪. আত্মশুদ্ধি ও রুহানিয়াত:
মাহফিলের ওয়াজ, জিকির ও মুনাজাতের মাধ্যমে শ্রোতাদের আত্মিক পরিশুদ্ধি ঘটে। সুফি ভাবধারায় আলোকিত পীর সাহেবের নির্দেশনায় মানুষ ইহকাল-পরকালের কল্যাণের পথে উদ্বুদ্ধ হয়।
৫. ১২ দিনব্যাপী মাহফিলের গুরুত্ব:
এক বা দুই দিনের মাহফিল নয়, বরং ১২ দিন ব্যাপী আয়োজন মুসলিম উম্মাহর মনে নবীজীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি দাওয়াহ কাজকে দীর্ঘমেয়াদে বিস্তৃত করে।
আল্লামা খায়রুল বশর হক্কানী (রহ.)-এর স্থাপিত প্রতিষ্ঠান “আশেকানে আউলিয়া দরবার শরীফ”-এর ১২ দিনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) মাহফিল একটি রূহানী মহোৎসব, যার মাধ্যমে জাতি নবীজীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী জীবনধারায় ফিরে আসার সুযোগ পায়।
Editor : Md.Moslauddin (Bahar) Cell: 01919802081 Dhaka Office :: Manni Tower, Road 09,House : 1258 Mirpur Dhaka. Cell:01747430235 email : manobsomoynews@gmail.com Chattogram office :: Lusai Bhaban,( 2nd Floor) Cheragi Pahar Circle, Chattogram. Cell: 01919802081
© All rights reserved manobsomoy